Presidency University
  • PRESIDENCY UNIVERSITY

গালিব ও মান্টোর সাহিত্যকর্মঃ সাহিত্যচর্চায় ভাবনার খোরাক

EVENT DESCRIPTION

১৫ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১টায় গুলশান ক্যাম্পাসের হল রুমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক লেকচার সিরিজ "সৃজনী" তার যাত্রা শুরু করে। ত্রৈমাসিক এই লেকচার সিরিজের প্রথম আয়োজনের বিষয়বস্তু ছিল "গালিব ও মান্টোর সাহিত্যকর্মঃ সাহিত্যচর্চায় ভাবনার খোরাক"। এই বিষয়ে বক্তব্য রাখেন প্রথমা প্রকাশনার প্রধান নির্বাহী, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল লাইস এমএস হক (ভারপ্রাপ্ত), ইউনিভার্সিটির এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), রেজিস্ট্রার মোঃ রহুল আমিন, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: হাবীবুল্লাহ, কালচারাল ক্লাবের সাথে সম্পৃক্ত শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং সকল বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও কালচারাল ক্লাবের এডভাইজার মোহাম্মদ সাঈদ হাসান খান।

Powered by Froala Editor

 

Organized By

কালচারাল ক্লাব

Location

    গুলশান

Event Information

Category সাহিত্যচর্চায় ভাবনা
Start Date Sep 15, 2022
End Date Sep 15, 2022
Start Time 11:00am
End Time 01:00pm